গাংনীতে পুলিশি অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক-৭

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:54 PM, 12 November 2020

মেহেরপুরের গাংনীতে থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ০৭জনকে আটক আদালতে সোপর্দ করেছে।বুধবার দিবাগত মধ্যরাতে গাংনী থানার কয়েকটি টিম অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।আটককৃতদের মধ্যে নারী আসামিও রয়েছে।

আটককৃতরা হলো তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার বড় বামন্দি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে শাহীন(৩৫),সহড়াতলা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে বাবুর আলী (৪০),কাজিপুর গ্রামের বাদল মণ্ডলের ছেলে আঃ আজিজ (৬৫),তেরাইল গ্রামের আঃ রশিদের ছেলে আনিসুর রহমান (৪০),শালদহ গ্রামের নইমুদ্দিন এর ছেলে আলিমুদ্দিন (৩৫) ও তার স্ত্রী রিনা বেগম (২৫), ও গরীবপুর গ্রামের নুরুল হুদার ছেলে আব্বাসউদ্দিন (৪৫)।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, সাজাপ্রাপ্ত আসামি শাহীন ও বাবর আলী বেশ কয়েক বছর যাবৎ পলাতক ছিলেন, তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত ০৩ বছরের সাজা দেন।অন্যান্য আসামিদের বিরুদ্ধেও আদালতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

 

আপনার মতামত লিখুন :