গাংনীতে পিতা পুত্রকে পিটিয়ে জখম
মেহেরপুর গাংনীর গাড়াডোব গ্রামে বাড়ির নির্মাণ সামগ্রী ফেলতে নিষেধ করায় পিতা আব্দুর রাজ্জাক ও পুত্র মোঃ ডালিমকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মহিবুল, কুদ্দুস ও মনিরুলের বিরুদ্ধে।
রবিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে গাড়াডোব গ্রামের মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুর রাজ্জাক বলেন, মহিবুল আমার বাড়ির পাশে তিন তলা ভবন নির্মাণ করছেন। বাড়ি করতে বাড়ির চারিপাশ নির্ধারিত যে জায়গা ফেলে রাখতে হয় সে জায়গা না ফেলেই বাড়ির নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
বাড়ি নির্মাণের বিভিন্ন সামগ্রী (আর্বজনা) প্রতিদিন আমার বাড়িতে পড়ে। আর্বজনা যেন না পড়ে এবিষয়ে আমার ছেলে ডালিম তাদের বলতে গেলে মহিবুল, কুদ্দুস ও মনিরুল তাকে লাঠি দিয়ে বেধড়কভাবে পিটিয়ে গুরুত্বর আহত করে।
এসময় আমি আমার ছেলেকে তাদের কাছ থেকে রক্ষা করতে গেলে তারা আমাকেও পিটিয়ে আহত করে। আহত আব্দুর রাজ্জাকের মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে। আহত আব্দুর রাজ্জাক ও ডালিম বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আহত আব্দুর রাজ্জাকের পরিবার।