গাংনীতে পানি নিষ্কাশনের নামে পুকুর কেটে মাছ বের করে দেওয়ার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে পানি নিষ্কাশনের নামে পুকুর কেটে মাছ বের করে দেওয়ার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, জলাবদ্ধতা নিরসনের নামে ষোলটাকা গ্রামের মৎস্যচাষীদের ৪০টি পুকুরেরর বেড়িবাধ কেটে মাছ বের করে দিয়েছে। এতে প্রায় ০৪ কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে। বক্তারা আরো বলেন, এ সময় মৎস্য চাষীরা নেট দিয়ে পুকুর ঘিরে রাখতে চাইলে বাঁশের লাঠি ও গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে হামলাকারীদের বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণ করেন,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার বানু,ষোলটাকা ০৩নং ওয়ার্ডের মেম্বার ময়নাল হক, মাছ চাষী আব্দুল গনি,রাশেদুল হক,সোহেল রানা ও গ্রামবাসী।
উল্লেখ্য,গতকাল মঙ্গলবার(১৫সেপ্টেম্বর)পানি নিষ্কাশনের নামে পুকুর কেটে মাছ বের করে দেয়ার অভিযোগে ষোলটাকা গ্রামের মৎস্যচাষীরা তাদের পুকুর পাড়ে উপস্থিত হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় হতাহতের ঘটনা ঘটে। এরই জের ধরে আজ এ মানব বন্ধন করা হয়।