গাংনীতে পানিতে ডুবে ১জনের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে রফিকুল ইসলাম(৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রফিকুল ইসলাম গাংনী পৌরসভা ধীন পশ্চিম মালসাদহ গ্রামের মৃত এলাহী মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম পেশায় একজন যাত্রাদলের শিল্পী ছিলেন। সে বাড়ির পাশে আকমাল হোসেন এর পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। ভাসমান অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে সেখানে তার মৃত্যু হয়। স্থানীয়রা আরো জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন মৃগীরোগী ভুগছিলেন।
গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান জানান, রফিকুল ইসলাম মৃগীরোগী ছিলেন পুকুরে নামার পর অসুস্থ হওয়ার কারণে পানিতে ডুবে যেতে পারে।বিষয়টি তার পরিবারের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।