গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে আহসান হাবিব(১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পুকুরে গোসল করার সময় তোলিয়ে যায়। নিহত আহসান হাবীব উপজেলার জালশুকা গ্রামের মসজিদপাড়ার প্রবাসী আনিসুর রহমানের ছেলে।বিজ্ঞাপনঃ
স্থানীয়রা জানান, দুপুরে আহসান হাবীব তার বন্ধুদের সাথে মৃত কায়েম উদ্দিনের ছেলে আব্দুল হামিদের পুকুরে গোসল করতে গেলে তোলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করার পরে না পেয়ে ৯৯৯ ফোন দিয়ে বামন্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স খবর দিলে তারা এসে পুকুর থেকে মৃত অবস্থায় আহসান হাবীবের লাশ উদ্ধার করে।
বামন্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসার ইসাহাক আলী বিশ্বাস জানান, পানিতে ডুবে যাওয়ার সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে এসে বিকেল সাড়ে ৪ টার দিকে ফায়ার সার্ভিস এবং স্থানীয় সহায়তায় মৃত অবস্থায় আহসান হাবীবের লাশ উদ্ধার করি।
গাংনী থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রহমান জানান, পানিতে ডুবে এক শিশুর নিহত হয়েছে শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।