গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে আপন(১২) নামের এক শিশু বন্ধুদের সাথে নিজেদের পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আপন উপজেলার শালদহ গ্রামের বিলপাড়ার স্বপন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আপন তার নিজেদের পুকুরে বন্ধুদের সাথে মাছ ধরতে যায়। হঠাৎ ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে না ওঠায় তার বন্ধুরা তাকে অনেক খোঁজাখুঁজি না পেয়ে। এক পর্যায়ে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাঃ বিডি দাস তাকে মৃত ঘোষণা করেন।