গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু
মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে হুসাইন আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু হুসাইন জেলার গাংনী উপজেলার আমতৈল গ্রামের উজ্জ্বল হােসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার এলাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে ।
শিশু হুসাইন এর মা নুপুর খাতুন জানান,দুপুরের দিকে বাড়িতে রান্না করছিলাম। এসময় আমার পুত্র হুসাইন বাড়ির বাইরে খেলতে গিয়েছিল। হুসাইন বাড়ি আসতে দেরী করায় তাকে খুঁজতে গিয়ে দেখি বাড়ির পাশের একটি পুকুরে সে ভাসছে। প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় সেখানকার চিকিৎসকরা মৃত ঘােষণা করেন।
স্থানীয়রা জানান, হুসাইন এর মা-বাবার সাথে মনােমালিন্যের কারণে সম্প্রতি সংসার ছাড়াছাড়ি হয়। গত কয়েকদিন যাবত হুসাইন তার মায়ের সাথে এলাঙ্গী গ্রামে বসবাস করে আসছিল।
গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন