গাংনীতে পাটবীজ চাষিদের প্রশিক্ষন
“সোনালি আঁশের সোনার দেশ’ পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নত প্রযুক্তি নির্ভরশীল পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট বীজ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার(৩০-নভেম্বর) সকালে উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন ও পাঠ অধিদপ্তরের আয়োজনে ৫০ জন চাষিকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হারুন-আর- রশিদ এর সভাপতিত্বে ও গাংনী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা উপ-সহকারী মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আব্দুর রউফ।
প্রশিক্ষণ শেষে উৎপাদনকারী চাষিদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।