গাংনীতে পাটচাষী প্রশিক্ষণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  05:42 PM, 01 February 2024

উন্নতি প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত থেকে পাট চাষিদের সাথে কথা বলেন প্রধান অতিথী ছিলেন ঢাকা পাট অধিদপ্তরের উপ- পরিচালক (উপ-সচীব) সৈয়দ ফারুক আহম্মেদ।

গাংনী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার ১৫০ জন পাটচাষী অংশ গ্রহণ করেন। অনলাইনে প্রধান অতিথী পাট চাষ ও পাট পচানোর বিষয়ে চাষীদেরকে অবগত করান ও চাষিদের নানা সমস্যার কথা শুনে তার প্রয়োজনীয় পরামর্শ দেন।

অনুষ্ঠানে মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এএকএম হারুনর রশীদ, গাংনী উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :