গাংনীতে পাটচাষী প্রশিক্ষণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  12:04 PM, 28 March 2022

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহণ করেন ১৫০জন চাষি। গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।

গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন, মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হারুনর রশীদ। গাংনী উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। কর্মকর্তাবৃন্দ পাট চাষের নিয়মাবলী ও করণীয় সম্পর্কে চাষিদেরকে অবহিত করেন।

আপনার মতামত লিখুন :