গাংনীতে পাখি ভ্যানের চাপায় শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে পাখি ভ্যানের চাপায় জুনায়েদ হোসেন(১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। শিশু জুনায়েদ তেরাইল গ্রামের বাজার পাড়ার শরিফুল ইসলাম ওরফে শরীফের ছেলে।
স্থানীয়রা জানান,তেরাইল বাজারে ভ্যানে চড়ে বাড়ি যাওয়ার সময় অসাবধানবশত ভ্যানের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরের স্থানীয়রা উদ্ধার করে বামুন্দি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।