মেহেরপুরের গাংনীতে ১’শ৪০ বোতল পরিত্যক্ত ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ পরিত্যক্ত ফেনসিডিল উদ্ধার করে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মেহেরপুর গাংনী উপজেলার করমদি মাদ্রাসার পাশে দাউদের বাগানে মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বামন্দী ক্যাম্পের এএসআই ইলিয়াস হোসেন নেতৃত্বের সঙ্গে কনস্টেবল আবু হানিফের সহযোগিতায় অভিযান চালিয়ে ১’শ৪০ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের সাথে যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।