মেহেরপুর ২ আসনের নৌকার মনোনীত প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগরের নির্বাচনে অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার রাত সাড়ে আটটার দিকে গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নির্বাচনী অফিসের দ্বায়িত্বে থাকা কর্মী আব্দুল হাকিম জানান, স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের নেতাকর্মীরা নৌকার অফিসে এসে লাইট বন্ধ করে অফিস ভাঙচুর করে চলে যায়। তাৎক্ষণিক বিষয়টি নেতাকর্মীকে অবহিত করলে ঘটনাস্থলে পুলিশ আসে।
এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com