গাংনীতে নুরুল হক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
মজিব শতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতে নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ বিক্ষোভ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হাদী বলেন,মজিব শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের জননী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন স্কুল-কলেজ,ধর্মীয় উপাসনালয় ও রাস্তা-ঘাট এর আশপাশে ফাঁকা জায়গাতে বিভিন্ন প্রকার ফলজ বনজ ঔষধি গাছের চারা রোপন করছে। এরই ধারাবাহিকতায় আজ নুরুল হক ফাউন্ডেশন আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করতে এসেছে আমি তাদের সাধুবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুজ্জামান শুভ,ইটভাটা ব্যবসায়ী মফিজুল হক লালটু,সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম রতন,সাবেক ছাত্রলীগ নেতা ও ঔষধ ব্যবসায়ী মাসুদ পারভেজ,আবু কায়সার স্বপন,মোজাম্মেল হক প্রমূখ।