গাংনীতে নুরুল হক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
মেহেরপুরের গাংনীতে নুরুল হক ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার মটমুড়া ইউনিয়নে বৃক্ষরোপণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের হোগলবাড়িয়া হাজী ভরষউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে ফলদ, বনজ এবং ওষুধি-এই তিন ধরনের গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ৩০৭ আসনের সাবেক সংরক্ষিত মহিলা এমপি সেলিনা আক্তার বানু,হোগলবাড়িয়া হাজী ভরষউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন,মটমুড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নুরুল হক ফাউন্ডেশনের স্বত্বাধিকারী সেলিনা আক্তার বানু জানান,আমরা চাইলেই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজাতে পারি। শুধু আমাদের প্রয়োজন স্বেচ্ছাসেবী মনোভাব। পরিবেশ সুরক্ষায় আজ আমরা সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী নিয়ে বৃক্ষরোপণ করেছি। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চাই। এ মাসব্যাপী কর্মসূচির আওতায় ফলদ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন জাতের চারা রোপণ করা হচ্ছে।