মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশ গ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন। অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা প্রতিবন্ধী বিষয় কর্মকর্তা তুলসী কুমার পাল, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সন্ধানী স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক আবু জাফর। কর্মশালায় মেহেরপুর গাংনী উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com