গাংনীতে নারী শ্রমিকের মৃত্যু

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:38 PM, 11 October 2022

মেহেরপুরের গাংনীতে স্কুলে যাওয়ার সময় নাজমা খাতুন(২৬) নামের এক নারী শ্রমিকের পাখি ভ্যানের টাকায় ওড়না পেচিয়ে মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কাজিপুর ইউনিয়নের সাহেবনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।ওই নারী শ্রমিক গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের আসমত আলীর মেয়ে।

স্থানীয়রা জানান,এলজিডি মাটির কাজ করার জন্য সকালে নাজমা খাতুন কাজিপুরে দিয়ে যাওয়ার সময় অসাবধানবশত পাখি ভ্যানের চাকার সাথে ওড়না পেচিয়ে রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়ার পথে হাড়াভাঙ্গা নামক এলাকায় তার মৃত্যু হয়।নাজমা খাতুন। নারী শ্রমিক মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক।

আপনার মতামত লিখুন :