গাংনীতে নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:42 AM, 21 October 2023

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ দক্ষিণপাড়া আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

হাড়িয়াদহ মহিষিখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ- কমিটির সদস্য ডা. এ. এস. এম. নাজমুল হক সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলাইন ছেপু, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাহান আলী ও হুমায়ন কবির লিখন,গাংনী উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সারোয়ার বাবু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মটমুড়া ইউনিয়নের কৃষক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ চঞ্চল, বামন্দী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া,গাংনী উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি হুসাইন আহমেদ,মটুমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম। উক্ত খেলায় ৩২ টি দল অংশগ্রহণ করেন।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :