গাংনীতে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মেহেরপুরের গাংনী উপজেলার হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সেই সাথে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন গাংনী উপজেলা নিবার্হী অফিসার প্রীতম সাহা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ওসি তদন্ত মনোজিত কুমার নন্দী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহমেদ।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।