গাংনীতে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
মেহেরপুর-২ গাংনী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ এ এস এম নাজমুল হক সাগর কে সংবর্ধনা দিয়েছেন গাংনী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ। আজ বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ এ এস এম নাজমুল হক সাগর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, গাংনী পৌরসভা সাবেক মেয়র আশরাফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন, গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রুবেল হোসেন ও গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আশিকুজ্জামান পিন্টু।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব জীবন আকবার। এছাড়াও অনুষ্ঠানে মেহেরপুর জেলা ও গাংনী উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।