গাংনীতে ধর্ষণ মামলার আসামী আটক
মেহেরপুরের গাংনীর ধানখোলা গ্রামের এক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী আবু তাহের (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে গাংনী থানার এসআই হাবিব ও সঙ্গীয় ফোর্স তাকে এ উপজেলার খড়মপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে।
আবু তাহের এ উপজেলার ধানখোলা গ্রামের মৃত ইসলাম আলীর ছেলে। গাংনী থানার ডিউটি অফিসার সুধাংশু জানান, গত ১৮ আগস্ট ওই প্রতিবন্ধী বোনের বাড়ি ধানখোলা গ্রামে আসার সময় পথ হারিয়ে ফেলে।
আবু তাহের তাকে বোনের বাড়িতে পৌছিয়ে দেয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে ওই দিন গাংনী থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘদিন আবু তাহের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকতো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাহেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়।