গাংনীতে দোকানে সাটার ভেঙ্গে চুরি
মেহেরপুরের গাংনীতে দোকানের সাটার ভেঙ্গে ১ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল। সোমবার (১২ আগস্ট) দিবাগত মধ্য রাতে উপজেলার হোগলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
দোকান মালিক পারভেজ জানান, প্রতিদিনের মত দোকানের কাজ শেষ করে বাড়ি যায়। আজ সকালে দোকানে এসে দেখতে পাই চোরের দল দোকানের প্রায় ১ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দোকান পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।