গাংনীতে দোকানে আগুন, স্বপ্নপড়ে ছাই
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আগুনে পুড়ে ছহির উদ্দীন(৫৫) নামের এক দোকানের স্বপ্ন পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতি ৬০-৮০ হাজার টাকা। আজ শনিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা এলাকাবাসীর। ছহির উদ্দীন কসবা গ্রামের ডুবা পাড়ার জারমান আলীর ছেলে।
স্থানীরা জানান, এনজিও এর কাছ থেকে ঋণ নিয়ে ছহির উদ্দীন বাড়ির পাশে একটি টং দোকান তৈরি করেছিলেন। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। ভোরের দিকে হঠাৎ আগুন লেগে দোকানে থাকা নগদ ১০ হাজার টাকাসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
আজ আয়ের একমাত্র উৎস এই দোকানটি আজ পুড়ে শেষ হয়ে গেছে। এখন আমার পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবো। আমি এখন কোথায় গিয়ে দাঁড়াবো, এনে কাঁদতে কাঁদতে সাংবাদিকদের বলেন দোকান মালিক ছহির উদ্দীন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, ভুক্তভোগী পরিবার যদি লিখিত অভিযোগ করে সরকারিভাবে সহযোগিতা করা হবে।