গাংনীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লাে কৃষকের সেচ পাম্প
মেহেরপুরের গাংনী উপজেলার ০৬ নং রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মাঠে দুর্বৃত্তদের দেয়া আগুনে ওই গ্রামের মৃত রেজাউল হকের ছেলে
হাফিজুর রহমান মঙ্গল নামের এক কৃষকের সেচ পাম্প(নলকূপ) ডিজেলের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১ জুন) দিবাগত রাত্রে কােন এক সময় আগুন দেয়ার এ ঘটনা ঘটে। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষক হাফিজুর রহমান মঙ্গল বৃহস্পতিবার (২ জুন) গাংনী থানায় একটি সাধারণ ডায়রি করেন যার নাম্বার-০৬
ক্ষতিগ্রস্থ কৃষক হাফিজুর রহমান মঙ্গল জানান, কৃষি মন্ত্রণালয় কর্তৃক জাতীয় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প গভীর নলকূপ(DTW) পূর্ণবাসন আওতাধীন থেকে ২৫-৩০ বছর ধরে সরকারি ভাবে চাঁদপুর গ্রামের মাঠে ১টি গভীর নলকূপ স্থাপন করি। এই প্রকল্পের আওতায় মাঠের প্রায় ২৫০ বিঘা জমিতে সেচ কার্যক্রম পরিচালিত হয়।বুধবার রাতে কে বা কাহারা সেচ পাম্পের জালানা দিয়ে ডিজেলের আগুন দিয়ে পুড়িয়ে দেয়।এ ঘটনায় নলকূপের আওতাধীন চলতি মৌসুমের সকল ফসল সেচ প্রকল্পে ব্যাহত হচ্ছে।
তিনি আরো জানান, এ বিষয়ে গাংনী থানা ও উপজেলা নির্বাহি অফিসার বরাবর অভিযোগ দিয়েছি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষকের সেচ পাম্প পোড়ানোর একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।