গাংনীতে দুই মোবাইল চোরকে পুলিশে দিয়েছে জনতা
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে মোবাইল চুরি করে পালানোর সময় দুইজন মোবাইল চোরকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আটক কৃতরা হলেন কাথুলী গ্রামের শাহাজাদার ছেলে মোমিন (২০) এবং চাঁদপুরের লুকমান হোসেনের ছেলে শুভ (১৯)। সোমবার ভোর ৪টার সময় চাদপুর গ্রামের এক বাড়িতে মোবাইল চুরি কালে স্থানীয়রা তাদেরকে আটক করে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পে সোপর্দ করে।
পুলিশ তাদের কাছ থেকে ১ টি বাইসাইকেল ও ৪টি মোবাইল ফোন উদ্বার করা হয়েছে। হেমায়েতপুর পুলিশ ক্যাম্প এর এএসআই দেলোয়ার হোসেন জানান, সোমবার ভোররাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মোমিন ও শুভকে গাংনী থানায় নিয়ে আসা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, মোমিন ও শুভকে স্থানীয়রা পুলিশ সোপর্দ করেছে । চুরি মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।