গাংনীতে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে মাংস বিক্রির অপরাধে মেহেরপুরে দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।আজ সোমবার সকালে গাংনী উপজেলার কাথুলী মোড় ও বড় বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কাথুলী মোড় ও গাংনী বড় বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মাংস বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০৯ সালের ৩৮ ধারায় দুই মাংস ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।