গাংনীতে দুই বিঘা জমির বাঁধাকপি বিনষ্ট, ৩ লাখ টাকার ক্ষতি

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:15 PM, 23 September 2022

মেহেরপুরের গাংনীর পোড়াপাড়া মাঠে এক কৃষকের দুই বিঘা জমির বাঁধা কপি বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। বৃহষ্পতিবার রাতে তারা আগাছা নাশক বিষ প্রয়োগ করে কপি ক্ষেত নষ্ট করে। এতে অন্ততঃ ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগী কৃষক। ওই কৃষকের নাম হাফিজুর রহমান হাপু। তার বাড়ি গাংনী উপজেলার গাড়াডোব পুকুর পাড়ায়।

কৃষক হাফিজুর রহমান হাপু জানান, বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিয়ে তিনি কপি চাষ করেছেন। সবেমাত্র কপি বাঁধা শুরু হয়েছে। কপি বিক্রি করে তিনি ঋণ পরিশোধ করবেন বলে আশা করছিলেন। আজ শুক্রবার সকালে এসে কপি ক্ষেতের সব কপি পুড়ে গেছে দেখতে পান। দুর্বৃত্তরা আগাছা নাশক বিষ প্রয়োগ করেছেন বলে ধারণা করছেন তিনি। পূর্ব শত্রতার জের ধরে এ ধরণের কাজ করতে পারে বলে মন্তব্য ওই কৃষকের।

কৃষক হাফিজুর রহমান আরো জানান, ছয়মাস আগে তিনি কলা গাছ রোপন করেছিলেন। সেসময়ও দুর্বৃত্তরা কলাক্ষেত কেটে বিনষ্ট করে। কারা এধরণের ক্ষতি করছে তা বুঝে উঠতে পারছেন না তিনি।

গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি(আব্দুর) রাজ্জাক জানান, বিষয়টি আমার জানা নেই,খোঁজখবর নিয়ে দেখছি,লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

আপনার মতামত লিখুন :