গাংনীতে দীর্ঘ দশ বছরের বিরোধ মিটালেন ছাত্রলীগ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:33 PM, 06 February 2021

মেহেরপুরের গাংনীতে ব্যবসায়িক লেনদেনের দীর্ঘ দশ বছরের বিরোধ মিটালেন ছাত্রলীগ।

ঘটনা সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত তাহাজ্জল হোসেনের ছেলে শফিকুল ইসলামের সাথে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামের মৃত নেয়ামত আলীর ছেলে আলামিন হোসেনের ব্যবসায়ীক লেনদেনের একটি বিরোধ চলে আসছিল। এই বিরোধটি দীর্ঘ দশ বছর ধরে চলমান। এ নিয়ে গ্রাম্য ভাবে গন্যমান্য ব্যক্তি বর্গদের নিয়ে সালিশ মীমাংসার চেষ্টা করা হয় কিন্তু তাতেও কোন সমাধান হয়নি।

পরে শফিকুল ইসলাম গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করে। শনিবার দুপুরে গাংনী থানার সামনে গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্ট, মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকার নাঈম, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ, চকশ্যামনগর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সওকত আলী গাংনী থানার পুলিশ অফিসার এখলাসুর রহমান এর উপস্থিতিতে উভয়পক্ষের সাথে আলোচনা করে বিরোধটি মীমাংসা করার চেষ্টা করেন। এই চেষ্টায় তারা সুনামের সাথে সফল হয়।

ছাত্রলীগের এই সমাধানে বাদী ও বিবাদী উভয়ই সন্তুষ্ট হন এবং ছাত্রলীগ ধন্যবাদ জানান।
সমাধানের পর বাদী শফিকুল ইসলাম তার অভিযোগ প্রত্যাহার করে নেয়।

আপনার মতামত লিখুন :