গাংনীতে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি
মেহেরপুরের গাংনী হাসপাতাল বাজারের মমতা কম্পিউটার নামের একটি বিকাশের দোকানে টিন কেটে ৩ লাখ ১৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
গতকাল ১৬ই ডিসেম্বর বুধবার দুপুর দুইটার দিকে চুরির ঘটনা ঘটেছে বলে জানান দোকান মালিক মজিবর রহমান।
দোকান মালিক তেরাইল গ্রামের মজিবর রহমান জানান, তিনি সকাল নয়টার দিকে ৩ লাখ ১৫ হাজার টাকার একটি ব্যাগ দোকানে রেখে বাড়ি চলে যান।
দুই টার দিকে পুনরায় দোকান খুলে দেখেন টাকা নেই। দোকান ঘরের পিছনের অংশের টিন কেটে চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ কে খবর দিলে গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান ও ইন্সপেক্টর তদন্ত সাজেদুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।