গাংনীতে দম্পতিকে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই
মেহেরপুরের গাংনীতে হাতুড়িপেটা করে এক দম্পতির কাছ থেকে নগদ টাকা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ দবৃহস্পতিবার দুপুরের উপজেলার চিৎলা ফার্ম সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা জুগিন্দা গ্রামের হায়দার আলীর ছেলে সমসের(৪৫) ও তার স্ত্রী আনোয়ারা(৪০) কে পিটিয়ে আহত করে এ সময় তাদের কাছে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনতাই করে।
আহত সমসের জানান, আমিও আমার স্ত্রীর উপজেলার শিশিরপাড়া একটি এনজিও থেকে ১ লক্ষ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলাম। এ সময় উপজেলা চিৎলা ফার্ম নামক সড়কে পৌঁছালে আগে থেকে ওঠ পেতে থাকা ছিনতাইকারীরা আমার উপর হামলা করে। এসময় আমাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে আমার কাছে থাকা ১ লক্ষ টাকা ও আমার স্ত্রীর কাছে থাকা স্বর্ণালঙ্কার ছিনতাই করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভর্তি করেন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,মেহেরপুর গাংনী উপজেলার চিৎলা ফার্ম এলাকায় হাতুড়ি পেটায় ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে।