গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৫জন আহত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:06 PM, 28 February 2024

মেহেরপুরের গাংনী উপজেলার ফতাইপুর গ্রামে ক্ষেতে ছাগলকে যাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- ফতাই গ্রামের মৃত মঙ্গল শেখের ছেলে জনি মিয়া (৩৬), জনির ছেলে বিজয় আলী (১৪) ও জনির স্ত্রী জাম্বিয়া খাতুন (২৮)। অন্যপক্ষের আহতরা হলেন- ওই গ্রামের রুহুল আমীনের দু’ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও আরিফুল ইসলাম (২৫)।

বুধবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জনি মিয়ার তামাক ক্ষেতে প্রতিবেশী জহুরুলের ছাগল যায়। এনিয়ে জনি বিষয়টি জহুরুলকে বলতে গেলে,বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের লােকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ৫জন আহত হয়। স্থানীয় লােকজন জনি,তার স্ত্রী জাম্বিয়া ও ছেলে বিজয়কে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অন্যপক্ষের জহুরুল ও আরিফুল সামান্য আঘাতপ্রাপ্ত হওয়ায় তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :