গাংনীতে তিনটি প্রকল্পের উদ্বোধন
মেহেরপুরের গাংনীতে তিনটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এসব প্রকল্পের উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। প্রকল্পগুলো হচ্ছে- গাংনীর ধানখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, কচুই খালী ব্রীজ ও ভাটপাড়া – জালশুকা সড়ক।
গাংনী উপজেলা প্রকৌশল অফিস সুত্রে জানা গেছে, ৬১ লাখ টাকা ব্যায়ে স্থানীয় ধানখোলা প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, চার কোটি ৭১ লাখ টাকা ব্যায়ে কচুইখালী ব্রীজ ও ৬৫ লাখ টাকা ব্যায়ে ভাটপাড়া – জালশুকা সড়ক নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ধানখোলা প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ শেষ হয়েছে।
এমপি সাহিদুজ্জামান খোকন বলেন, গ্রামের সাথে শহরের সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। এরই ধারাবাহিকতায় ব্রীজ ও সড়ক নির্মানের প্রকল্প গ্রহন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।