গাংনীতে তিনটি ইটভাটায় দেড়লাখ টাকা জরিমানা
অন-অনুমোদিতভাবে ইট প্রস্তুত ও বিপননের দায়ে মেহেরপুরের গাংনীর তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে দেড়লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান চালান ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
ইটভাটাগুলো হচ্ছে- গাংনীর পোড়াপাড়ার আরএসবিসি, ফাইভ স্টার ও মোয়াজ ব্রিকস। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম জানান, চলতি মৌসুমে বেশ কয়েকটি ইটভাটার মালিক কোন অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত ও বিপনন করে আসছে যা আইনের পরীপন্থি। ফলে এ অভিযান চালানো হয়। অভিযানে ইটভাটা মালিকরা তাদের দোষ স্বীকার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৮ এর ১৫(১) ধারা মোতাবেক গাংনীর পোড়াপাড়ার আরএসবিসি, ফাইভ স্টার ও মোয়াজ ব্রিকস এর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড়লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্টেট।
অভিযানে সহায়তা করেন গাংনী থানা পুলিশের একটি টীম।