গাংনীতে তামাক ক্ষেত কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:20 PM, 25 February 2024

মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের চােখতােলা নামক মাঠে এক কৃষকের ২ বিঘা জমির তামাক ক্ষেত কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাতে ধর্মচাকী গ্রামের ফজলুল হকের ২ বিঘা জমির তামাক ক্ষেত কেটে তছরুপাত করে দুর্বৃত্তরা।

কৃষক ফজলুল হক জানান,অন্যের জমি বর্গা নিয়ে ২ বিঘা জমিতে তামাক চাষ করেছিলাম। তামাক কয়েকদিনের মধ্যে উঠানাে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা আমার তামাক ক্ষেত কেটে তছরুপাত করেছে। আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। আমার সাথে জমি নিয়ে কয়েকজন ব্যক্তির বিরােধ চলছিল । তারাই এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়ে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেয়ার প্রস্তুতি নিয়েছি।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, এ বিষয়ে ক্ষতিগ্রস্ত চাষি অবগত করেছে। তবে লিখিত অভিযোগ পেলে,তদন্ত করে দােষীদের সনাক্তের মাধ্যমে আইনের আওতায় নেয়া হবে।

আপনার মতামত লিখুন :