গাংনীতে ডা. সাগর মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর ২ আসনে ডা. এ. এস. এম. নাজমুল হক সাগর মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ করেছে উপজেলা জাতীয় শ্রমিক লীগ। আজ রোববার সন্ধ্যায় ডা. সাগরের রাজনৈতিক কার্যালয় সামনে এ মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সসভাপতিত্বে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা। এর আগে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডা. সাগরের নিজ রাজনৈতিক কার্যালয়ে গিয়ে শেষ হয়।