গাংনীতে ডা.সাগরের উদ্যোগে শেখ রাসেল’র জন্মদিন পালন
মেহেরপুরের গাংনীর বাঁশবাড়িয়াতে ডা.এ এস এম নাজমুল হক সাগর এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র ৫৯ জন্মদিন পালন করা হয়েছে।আজ মঙ্গলবার সন্ধায় কেক কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এর জন্মদিন পালন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা.এ এস এম নাজমুল হক সাগর অনুষ্ঠানে শেখ রাসেলকে নিয়ে তার স্মৃতিচারণ করেন।তিনি বলেন, শেখ রাসেল বেচে থাকলে আমরা আরো একজন যোগ্য নেতা পেতাম। শেখ রাসেল এদেশের শিশুদের আদর্শ। এই সময় ডা. সাগর ১৫ আগষ্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাহান আলী।এই অনুষ্ঠানেআওয়ামীলীগ ,স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।