গাংনীতে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনীতে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে গাংনী ফুটবল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় আমঝুপি একাদশ ও গাংনী পৌর একাদশ অংশগ্রহণ করে। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে তারা সব কয়টি উইকেট হারিয়ে ১৮৩ রান করে। জবাবে আমঝুপি একাদশ মাত্র পাঁচ উইকেট হারিয়ে ১৮৬ রান করে সেই সাথে ৫ উইকেটে বিজয়ের গৌরব অর্জন করে। গাংনী পৌর একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন মাহমুদুল হাসান ও আমঝুপি একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আতিক হাসান। খেলায় ৭৬ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ রাতুল ও ২৫০ রান করে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট খেতাব অর্জন করেন সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর এরিয়া ম্যানেজার আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক। এ সময় রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক মাজেদুল হক মানিক, তোফায়েল হোসেন, এস এম রফিকুল ইসলাম, রুবেল ও রমিজসহ ৫ শতাধিক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। খেলার শেষে সমাপনী অনুষ্ঠানে আমঝুপি একাদশের অধিনায়কের হাতে ১৫ হাজার টাকার চেক ও ট্রফি এবং গাংনী পৌর একাদশের অধিনায়কের হাতে ৮ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয়।