গাংনীতে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর বাঁশবাড়িয়াতে ১৫তম শাখা উদ্বোধন
মেহেরপুরের গাংনীর ব্যাস্ততম উপশহর বাঁশবাড়িয়াতে আড়ম্বর পরিবেশে উদ্বোধন করা হয়েছে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ১৫ তম শাখা।
আজ রবিবার (২২ মে) দুপুর ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর এই শাখাটির শুভ উদ্বোধন করা হয়।
গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড কুষ্টিয়া জোনের রিজিওনাল প্রধান এম হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড মেহেরপুর জোনের এরিয়া ম্যানেজার আশরাফুল ইসলাম, মেহেরপুর জোনের সেলস ম্যানেজার ইব্রাহিম মিয়া, গাংনী টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বাঁশ বাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুজ্জামান, গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, ও গাংনী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ আল আমীন।
প্রভাষক ওয়াহেদ হোসেন মিন্টু’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, গাংনী পৌর সভার কাউন্সিলর আছেল উদ্দীন, সাবেক কাউন্সিলর শামসুদ্দীন। এছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সার্বিক ব্যবস্থায় ছিলেন ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর গাংনী উপজেলার পরিচালক খোরশেদ আলম।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল আই খুদে গানরাজের শিল্পী উদয় বাউলসহ শিল্পীরা।