গাংনীতে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত-৫
মেহেরপুরের গাংনী-হাটবোয়ালিয়া সড়কে গোপালনগর ও পূর্বমালসাদহ গ্রামের মাঝামাঝি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- চালক উপজেলার বাথানপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে জয় (১৮), গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের আব্দুল মাবুদের ছেলে জাহাঙ্গীর আলম (৫০), রাইপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে ওয়ালিদ (২৪), চৌগাছা গ্রামের আকরাম আলীর স্ত্রী নাছিমা খাতুন ও মেয়ে নাইচ (৬)। আহত লেগুনা চালক জয় জানান আজ সকাল থেকে আবহাওয়া কুয়াশাচ্ছন্ন, ৫ জন যাত্রী নিয়ে তিনি গাংনী থেকে ধীরে ধীরে হাটবোয়ালিয়া যাচ্ছিলেন। এসময় গোপালনগর ও পূর্বমালসাদহ গ্রামের মাঝামাঝি পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার লেগুনা গাড়ীর ডানপাশে ধাক্কা দেয়। এতে করে লেগুনা গাড়ীর চালক জয়সহ আরো ৪ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে যায়। যার নং- লেগুনা- মেহেরপুর ছ-১১-০০০১ ও ট্রাক- কুষ্টিয়া-ট-১১-২৬৭৫।
পথচারীরা আহতদের উদ্ধার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে আহতদের প্রত্যেকেই আশংকামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।