গাংনীতে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ
মেহেরপুরের গাংনীতে জমিতে ট্রাক্টর দিয়ে ৫০শতক গম চাষ দিয়ে নষ্ট করার অভিযোগ। ঘটনাটি ঘটে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে।
জমির মালিক এনামুল হক জানান, আমার বাবার পৈত্রিক সম্পত্তি আমার প্রায় ৭০বছর যাবত ৮৫ জমিতে চাষবাস করে আসছি।গত বুধবার(২৩-নভেম্বর) দিবাগত রাতে আধারে ট্রাক্টর দিয়ে চাষ করে আমার ৮৫ শতক জমির ৫০শতক জমির গম চাষ দিয়ে নষ্ট করে দিয়েছে মৃত ছাদের আলীর ছেলে জাকির হোসেন(৪০) ও শহিদ(৬৫) ও শহিদের ছেলে মুকুল হোসেন(৩৮)।
গাংনী থানার ওসি(তদন্ত)মনোজিৎ কুমার নন্দী জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।