গাংনীতে ট্রাকের ধাক্কায় ৪ জন শ্রমিক মারাত্মক আহত
মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাকায় ৪ জন শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছেন। বুধবার বিকেল ৫ টার দিকে গাংনী উপজেলার গাড়াডোব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- উপজেলার মহাম্মদপুর গ্রামের বজলুর রহমানের ছেলে শফিক (২৮), ব্রজপুর নতুনপাড়ার নাসিরুদ্দিনের মেয়ে জাম্বিয়া (৪০), ভবানীপুর খালপাড়ার ভাদু’র স্ত্রী হাজেরা খাতুন (৩৫) ও বামন্দি ক্যাম্পপাড়ার মৃত আখের মন্ডলের ছেলে আবু তাহের (৬০)।
আহত আম্বিয়া খাতুন জানান, তারা ৮ জন শ্রমিক মেহেরপুর সদর এলাকার বাজিতপুর গ্রামে রাস্তার কাজ শেষে আলগামন যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আলমপুর ব্রীজ পার হয়ে গাড়াডোব গ্রামের কিছু সামনে পৌঁছুলে পিছন থেকে একটি ট্রাক যার নম্বর কুষ্টিয়া-ট- ১১-১৫৪০ নিয়ন্ত্রণ হারিয়ে আলগামন গাড়ির পিছনে ধাক্কা দেয়। ফলে আলগামন গাড়িটি উল্টে ৪ জন শ্রমিক মারাত্মকভাবে আহত হয়। শফিকের বাম পায়ে আঘাত লেগে রক্তাক্ত জখম হয়, জাম্বিয়া খাতুনের ডান পা ভেঙ্গে যায়, হাজেরা খাতুনের বাম হাত ভেঙ্গে যায় আবু তাহেরের মাজা ও ডান পায়ে প্রচন্ড আঘাত লেগে মারাত্মকভাবে আহত হয়। আলগামন চালকসহ বাকীরা সুস্থ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী আবু সাঈদ তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের সকলেই আশংকামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তবে ট্রাক ও চালকের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। ঘাতক ট্রাকটিকে গাংনী মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা আটক করে রেখেছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।