গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত-১


মেহেরপুরের গাংনীতে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে আতিয়ার রহমান(৬০) নামের একজন নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে গাংনী আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান পৌর এলাকার মালসহ গ্রামের মৃত আজিত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আতিয়ার রহমান বাইসাইকেল গাংনীতে যাওয়ার সময় পৌরসভার ড্রেন তৈরির রাখা পাথরে স্লিপ কেটে রাস্তায় পড়ে যায়। কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিয়ার রহমান ঘটনাস্থলে নিহত হয়।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও তার চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।