গাংনীতে জেল হত্যা দিবস পালিত
মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। মোখলেছুর রহমান মুকুলের নিজ বাস ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর নবীরুদ্দিন বিশ্বাস, কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সহসভাপতি ওয়ালিদ আল জাবির প্লাবন, গাংনী সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জাতীয় চার নেতাকে নির্মমভাবে জেলখানায় হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। পরে নিহত চার নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসা মসজিদের পেশ ইমাম সাইফুল ইসলাম। জেলহত্যা দিবস পালন অনুষ্ঠানে গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।