গাংনীতে জেল হত্যা দিবস পালন
মেহেরপুরের গাংনীতে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যারাতে মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল-হত্যা দিবস পালিত হয়।এ উপলক্ষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম,এ খালেকের গাংনী উপজেলা শহরস্থ রাজনৈতিক কার্যালয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ও গাংনী পৌরসভার সাবেক মেয়র আহমেদ আলী,গাংনী উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা নজরুল ইসলাম,গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু।
গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন,রাখেন সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু,গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম,গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবীব প্রমুখ।