গাংনীতে জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন’র জন্মদিন পালন
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন’র ৫১তম জন্মদিন পালিত।আজ শুক্রবার বিকেল ৫টায় উপজেলায় দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা বিশেষ দোয়া ও মোনাজাত এবং কেক কেটে অনুষ্ঠানটি পালন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি ও তেতুঁলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক।
এ সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, আব্দুল আওয়াল, ইনসারুল হক ইন্সু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক কাওছার আলী,
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল, সদস্য সচিব জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, আশিকুল ইসলাম, যুবদল নেতা সাইদুর রহমান বিপ্লব,পৌর যুবদলের আহবায়ক ও পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক,বিএনপি নেতা শহিদুল ইসলাম, জাফর আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।