মেহেরপুরের গাংনীতে জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন -২০১৯ উপলক্ষে র্যালি, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের হাত ধোয়া দিবস পালিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নিবার্হী আফসারের অফিসের সামনে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার আরএ সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আইন শৃংখলা কমিটির উপদেষ্টা এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম,এ খালেক। বিশেষ অতিথি ছিলেন, গাংনী থানার অফিসার ইনচাজর্ (ওসি) ওবাইদুর রহমান , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ।
জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমানের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে গাংনী উপজেলার স্বাস্থ্য ও প.প. কর্মকতার্ ডা. রিয়াজুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান, সাবেক কমান্ডার মুন্তাজ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিরুল ইসলাম, কাথুলী বিজিবির কোম্পানী কমান্ডারের প্রতিনিধি নায়েক সুবেদার খলিলুর রহমান , র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডের প্রতিনিধি ডিএডি হায়দার আলী , গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান,গাংনী উপজেলা যুবলীগের সম্পাদক শফি কামাল পলাশ, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম সহ সরকারী কর্মকতার্, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com