গাংনীতে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন
“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্য কে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষ্যে, উদ্বোধনী অনুষ্ঠান,আলোচনা সভা ও সফল মৎস চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।আজ রবিবার(২৪-জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা সভাকক্ষে মৎস সপ্তাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা মৎস অফিসার খন্দকার সাইদুর রহমান এর সঞ্চালনায় ও গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আ.লীগের সভাপতি ও মেহেরপুর-০২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জান খোকন এমপি।
এসময় বক্তব্য রাখেন,গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাবলি খাতুন,গাংনী উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার,গাংনী উপজেলা মৎসজীবীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম,বিশিষ্ট আ.লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত মৎস চাষিরা উপস্থিত ছিলেন।