গাংনীতে জাতীয় ভলিবল খেলােয়াড় ও কােচ’কে সংবর্ধনা
২১তম এশিয়ান অনুর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এ বাংলাদেশ জাতীয়দলের সর্ব কনিষ্ঠ মেহেরপুরের গাংনী ভলিবল একাডেমীর উদিয়মান জাতীয় দলের খেলোয়াড় পারভেজ মােশারফ ও গাংনী ভলিবল একাডেমীর কােচ, বাংলাদেশ জাতীয় ভলিবল দল ও বাংলাদেশ সেনাবাহিনীর ভলিবল দলের সাবেক অধিনায়ক আফজাল হােসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
গাংনী ভলিবল একাডেমী এর আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আয়ােজক কমিটির আহবায়ক ও সাবেক ক্রীড়া শিক্ষক আশরাফুল হক।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন শিক্ষক নেতা সৈয়দ জাকির হােসেন,ক্রীড়া ব্যক্তিত্ব আমিনুল ইসলাম রতন,প্রভাষক আবু সায়েম পল্টু,প্রভাষক শাহিনুজ্জামন শাহিন,ক্রীড়া ব্যক্তিত্ব আতর আলী প্রমূখ।