গাংনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:16 PM, 04 January 2023

মেহেরপুরের গাংনীতে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’’।গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল ও গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসারের স ালনায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় গাংনী উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টল ঠাঁই পেয়েছে উপজেলা পরিষদ প্রাঙ্গনে।

আপনার মতামত লিখুন :