গাংনীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনীতে উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ( ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী অনুষ্ঠিত প্রোগামের আজ ফাইনাল অনুষ্ঠিত হয় গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে।বুধবার বিকালে ফাইনাল পর্বের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বালক ও বালিকাদের ৫৪ টি ইভেন্টে খেলাখুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা ভুমি কর্মকর্তা নাজির হোসেন শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাংনী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাছিরউদ্দিন, ও গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্যাক্টর মোঃ মফিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন, ফয়সাল বিন হাসান, মোঃ ওবায়দুল্লাহ, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু ও শিক্ষাবার্তা.কম এর রফিকুল আলম বকুল । বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আরিফ হাসান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ, উদ্দীপনার ও আনন্দের সাথে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি সাহিদুজ্জামান খোকন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।